এলএমইতে ফের কমছে তামার দাম

0

লোকসমাজ ডেস্ক॥ চলতি বছরের শুরু থেকে বিশ্বজুড়ে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে তামার দরপতন দেখা দেয়। মাঝে কিছুটা বাড়লেও গত কয়েক দিনে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) ফের ব্যবহারিক ধাতুটির দাম কমে এসেছে। খবর মেটাল বুলেটিন।
এলএমই প্রাইস ইনডেক্স অনুযায়ী, ২১ জানুয়ারি ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা ৬ হাজার ১৫৪ ডলারে বিক্রি হয়েছিল। এরপর ব্যবহারিক ধাতুটির দামে বড় পতন দেখা দেয়।
কমতে কমতে ৩১ জানুয়ারি ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম ৫ হাজার ৫৬৯ ডলারে নেমে আসে। তবে ফেব্রুয়ারির শুরু থেকে তামার দাম কিছুটা বেড়েছিল। এ ধারাবাহিকতায় ১৭ ফেব্রুয়ারি ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা ৫ হাজার ৮০০ ডলারে বিক্রি হয়।
তবে পরদিন ব্যবহারিক ধাতুটির দাম টনপ্রতি ৫ হাজার ৫২৭ ডলারে নেমে আসে। ২১ ফেব্রুয়ারি এলএমইতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা ৫ হাজার ৭০১ ডলারে বিক্রি হয়েছে।