শহীদ মিনার থেকে ফেরার পথে ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে ছুরিকাহত

0

স্টাফ রিপোর্টার ॥ গত ২১ ফেব্রুয়ারি রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য দিয়ে ফেরার পথে ছাত্রলীগ সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আওয়ামী ছাত্র পরিষদের এক নেতা গুরুতর আহত হয়েছেন। যশোর শহরের দড়াটানা চত্বরে এ ঘটনা ঘটে। ছুরিকাহত রাশেদুল হাসান রাহুল (২৩) সদর উপজেলা ছাত্র পরিষদের সহ-সভাপতি এবং জেলা ছাত্রলীগের সদস্য। তার স্বজনরা জানিয়েছেন, এমএম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেনের নেতৃত্বে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য দিয়ে ফিরছিলেন। দড়াটানা চত্বরে পৌঁছালে পেছন থেকে ছাত্রলীগের অপর একটি বহর শহীদ মিনার থেকে ফেরার পথে সাইড দেয়া নিয়ে তাদের সাথে বিতর্কে জড়িয়ে পড়ে। এ সময় মোটরসাইকেলে থাকা ছাত্রলীগ কর্মীরা অপর পক্ষের ওপর চড়াও হয়। তারা রাশিদুল হাসান রাহুলের তলপেটে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং ৭/৮ জনকে মারপিট করে। রাহুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল তার দেহে অস্ত্রোপচার করা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক। রাহুল সদর উপজেলার চাঁচড়া চেকপোস্ট এলাকার নাজিম উদ্দিনের পুত্র। স্বজনরা বলছেন, ছাত্রলীগ নেতা, শেখ হাটি এলাকার জুয়েলের নেতৃত্বে থাকা বহর থেকে রাহুলের ওপর হামলা হয়েছে।