‘চাকর মালিক সাজার চেষ্টা করলে দেশের সব কাঠামো ভেঙে পড়ে’

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ ইনু) জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপরে চুয়াডাঙ্গা প্রেস কাব মিলনায়তনে কাউন্সিল অধিবেশন হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জাসদের সভাপতি সবেদ আলী। কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফুল কবির স্বপন। বক্তব্য রাখেন, জেলা জাসদের সহ-সভাপতি গোলাম সরোয়ার ও আবুল হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকসিজুল ইসলাম রতন এবং জেলা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল বাশার বিশ্বাস। প্রধান অতিথি বলেন,জনগণের চাকর যখন মালিক সাজার চেষ্টা করে তখন দেশের সব কাঠামো ভেঙে পড়ে। এটাই এদেশে তৈরি হয়েছে। দেশে এখন লুটপাটের রাজনীতি চলছে। জাসদ সবসময় দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে। মহাজোটে থাকলেও জাসদ এর বিরুদ্ধে। জনগণ ফুঁসছে, যে কোনো সময় দেশে তান্ডব শুরু হবে। সে জন্য অবিলম্বে সতর্ক হওয়া জরুরি। বাস্তব অবস্থার নিরিখে সিদ্ধান্ত নিতে হবে। দেশে ১ ভাগ মানুষের কাছে হাজার হাজার কোটি টাকা রয়েছে, ৯০ ভাগ মানুষ কষ্টে দিন কাটাচ্ছে। এ বৈষম্য চলতে দেয়া যাবে না।’