মনিরামপুরে গাঁজাসহ যুবক আটক, পূজাপরিষদের নিন্দা

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ॥ যশোরের মনিরামপুরে শুক্রবার সন্ধ্যায় গাঁজাসহ আটক হয়েছেন বিশ্বজিত মল্লিক নামে এক ব্যক্তি। পুলিশের দাবি বিশ্বজিত মল্লিক একজন মাদক বিক্রেতা। তাকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। অন্যদিকে বিশ্বজিতের পরিবার ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে এলাকার ভূমিদস্যু পবিত্র বিশ্বাসের ষড়যন্ত্রে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় নিন্দা জানিয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অবিলম্বে বিশ্বজিত মল্লিকের মুক্তির দাবি জানিয়েছেন। বিশ্বজিত মল্লিককে আটকের ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তুলসি বসু এবং সাধারণ সম্পাদক সুনীল ঘোষ জানান, তারা জানতে পেরেছেন, শিবপূজার জন্য শুক্রবার সন্ধ্যার পর বিশ্বজিত মল্লিক নেহালপুর বাজার থেকে ১৫ গ্রাম গাঁজা কিনে টেকারঘাট শ্মশানঘাট মন্দিরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে নেহালপুর ফাঁড়ির পুলিশ তাকে আটক করে। পূজা উদযাপন পরিষদের সভাপতি তুলসি বসু এবং নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন জানান, টেকা নদীর তীরে ছিন্নমূল পরিবারকে বিতাড়িত করে বাড়ি দখলের প্রতিবাদে চলমান আন্দোলনে ভূমিকা নেওয়ায় ভূমিদস্যু পবিত্র বিশ্বাসের ষড়যন্ত্রে পরিকল্পিতভাবে পুলিশ বিশ্বজিতকে আটক করে। তবে এ অভিযোগ অস্বীকার করে ফাঁড়ি ইনচার্জ এসআই সৈয়দ বখতিয়ার হোসেন জানান, বিশ্বজিতের শরীর তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সে একজন মাদক বিক্রেতা। পুলিশ পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, বিশ্বজিতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।