ঝিনাইদহে বাসের ধাক্কায় সাবেক শিক্ষক নিহত

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে শনিবার বিকেলে বাসের ধাক্কায় সাবেক শিক্ষক শওকত হোসেন (৯০) নিহত হয়েছেন। তিনি কোলা গ্রামের বাসিন্দা। ২০০৩ সালে অবসর নিয়ে তিনি হলিধানী বাজারে হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে জনসেবা করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকাল ৪ টার সময় হলিধানী বাজারে হাইস্কুল গেটের সামনে দিয়ে তিনি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী মামুন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৪২৭১) একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সদরের কাতলামারি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ওয়াজেদ আলী জানান, ড্রাইভার পালিয়ে গেলেও বাসটি পুলিশ আটক করেছে।