অভয়নগর ভাঙ্গাগেটে কবিতার আসর

0

স্টাফ রিপোর্টার,অভয়নগর(যশোর) জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় যশোরের অভয়নগরের ভাঙ্গাগেটে বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ পাঠাগার এর উদ্যোগে কবিতার আসর এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আনছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অগ্নিবীনার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম সিরাজ। বিশেষ অতিথি ছিলেন, অগ্নিবীনা অভয়নগর শাখার সভাপতি রোটারিয়ান আব্দুল আজিজ সরদার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিক। এ সময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ পাঠাগার এর সাধারণ সম্পাদক ওমর ফারুক, কবি সাইখ নুর মোহাম্মদ, কবি নুরউল্লাহ প্রমুখ।