এপ্রিলেই বিয়ের পিঁড়িতে বসবেন রিচা-আলি!

0

লোকসমাজ ডেস্ক॥ ৭৪তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ভিক্টোরিয়া ও আব্দুল ছবির প্রিমিয়ারে প্রথম দেখা যায় দুজনকে। এরপর মুখে না বললেও দুজনেই যে প্রেমের সম্পর্কে এক হয়ে গিয়েছেন, বিভিন্ন ইভেন্ট ও সিনেমাতেও তার প্রতিফলন পড়েছে।
এই সময় ডিজিটাল ডেস্ক: বহু দিন ধরেই বিয়ের গুজব শোনা যাচ্ছিল। এবার সেই গুজবকেই সত্যি বলে ঘোষমা করলেন রিচা চাড্ডা। চলতি বছরের এপ্রিল মাসেই বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন বলিউডের অভিনেত্রী রিচা চাড্ডা ও অভিনেতা আলি ফাজল।
৭৪তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ভিক্টোরিয়া ও আব্দুল ছবির প্রিমিয়ারে প্রথম দেখা যায় দুজনকে। এরপর মুখে না বললেও দুজনেই যে প্রেমের সম্পর্কে এক হয়ে গিয়েছেন, বিভিন্ন ইভেন্ট ও সিনেমাতেও তার প্রতিফলন পড়েছে। ফুকরে ও ফুকরে রিটার্নে দুজনেই একসঙ্গে অভিনয় করেছেন। সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়ায় পোস্টি তাঁদের দুজনের বিয়ের খবরের ইঙ্গিত দিয়েছে।
গুজবকে পাত্তা না দিয়েই নিজেদের বিয়ের কথা প্রকাশ্যে এনেছেন ভার্সেটাইল রিচা। বিয়ের তারিখ, চারদিন ধরে বিয়ের উত্‍সবের সবকিছুই জানিয়েছেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, দিল্লি, লখনউ ও মুম্বইতে হবে বিয়ের অনুষ্ঠান।
সূত্রের খবর, ১৮ এপ্রিল লখনউতে হবে বিয়ের প্রথম রিসেপশন, ২০ এপ্রিল মুম্বইতে গ্র্যান্ড রিসেপশন হবে বলে জানা গিয়েছে।