ইতিহাসের সর্বোচ্চ উত্তোলন ব্রাজিলের

0

লোকসমাজ ডেস্ক॥ যত দিন যাচ্ছে, জ্বালানি তেলের আন্তর্জাতিক বাণিজ্যে ব্রাজিলের অবস্থান আরো পোক্ত হচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে দেশটিতে অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন বেড়ে ইতিহাসের সর্বোচ্চ ছুঁয়েছে। দেশটির ন্যাশনাল এজেন্সি অব পেট্রোলিয়াম (এএনপি) সম্প্রতি এ তথ্য জানিয়েছে। এ সময়ে দেশটির প্রাকৃতিক গ্যাস উত্তোলনেও বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
এএনপির তথ্য অনুযায়ী, জানুয়ারিতে ব্রাজিলের কূপগুলো থেকে দৈনিক গড়ে ৩১ লাখ ৭০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করা হয়েছে, আগের বছরের একই সময়ের তুলনায় যা ২০ দশমিক ৪ শতাংশ বেশি। এছাড়া জ্বালানি পণ্যটির উত্তোলনের এ পরিমাণ দেশটির ইতিহাসের সর্বোচ্চ।
অন্যদিকে গত জানুয়ারিতে ব্রাজিলের প্রাকৃতিক গ্যাস উত্তোলনও নতুন রেকর্ড গড়েছে। এ সময় দেশটির খনিগুলো থেকে দৈনিক গড়ে ১৩ কোটি ৮৭ লাখ ঘনমিটার প্রাকৃতিক গ্যাস উত্তোলিত হয়, আগের বছরের একই সময়ের তুলনায় যা ২২ শতাংশ বেশি এবং এ-যাবত্কালের সর্বোচ্চ।
গত বছরের অক্টোবর থেকে ব্রাজিলের অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজে (ওপেক) যোগ দেয়ার বিষয়ে গুঞ্জন শুরু হয়। ওই সময় দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো জানান, জোটটিতে যোগ দিতে ব্রাজিলকে অনানুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে সৌদি আরব। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের মাঝামাঝি জি২০ সম্মেলনে জোটটিতে যোগ দেয়ার বিষয়ে সৌদি আরবের সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনার কথা জানান ব্রাজিলের জ্বালানিমন্ত্রী বেন্তো আল বুকেরকুয়ে। তবে পণ্যটির বাণিজ্যে নিজেদের অবস্থান দৃঢ় করতে গত মাসে ওপেকে এখনই যোগ না দেয়ার ঘোষণা দিয়েছে ব্রাজিল।
২০১৯ সালে ইতিহাসে প্রথমবারের মতো ব্রাজিলের অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন ১০০ কোটি ব্যারেলের রেকর্ড ছোঁয়। দৈনিক হিসাবে যার পরিমাণ ৩১ লাখ ৬ হাজার ব্যারেল। চলতি বছর পণ্যটির উত্তোলন আরো বাড়িয়ে দৈনিক গড়ে ৩৫ লাখ ব্যারেলে নেয়ার প্রত্যাশা করছে দেশটি। এছাড়া আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের পঞ্চম শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনকারী দেশে পরিণত হওয়ার পরিকল্পনা রয়েছে ব্রাজিলের।