আকর্ষণীয় লুকে বাজারে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ

    0

    লোকসমাজ ডেস্ক॥ টেকস্যাভিদের সমস্ত কৌতূহলের অবসান ঘটিয়ে বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ (Samsung Galaxy Z Flip)। গত বছর থেকেই এই ফোন নিয়ে চলছে নানা রকমের শোরগোল, সব জল্পনায় ইতি টেনে শিগগিরই আসতে চলেছে স্যামসাং-এর দ্বিতীয় ফোল্ডেবেল ফোন। যার দাম স্যামসাং গ্যালাক্সি ফোল্ড (Samsung galaxy fold) এবং মোটো রেজর (moto razr) এর থেকে কম। এক নজরে দেখে নিন স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড এর স্পেসিফিকেশন আর নতুন দাম
    স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড-এর স্পেসিফিকেশন:
    > এই ফোনে রয়েছে ৭ এনএম অক্টাকোর প্রসেসর।
    > ৬.৭ ইঞ্চি ফুল এইচডি আমোলেড ডিসপ্লে আছে এই ফোনে। এছাড়াও স্ক্রিনের উপরে রয়েছে প্লাস্টিক প্রোটেকশনের সুবিধা।
    > এই ফোনে ৮ জিবি RAM আর ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ।
    > এই ফোনে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম চলবে।
    > দাম স্যামসাং গ্যালাক্সি ফোল্ড-এ ৩৩০০ এমএএইচ এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
    > তিনটি রঙের ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই ফোন।এছাড়াও ফোনের স্ক্রিনে কোন ধুলো পড়লে তা পরিষ্কার করার সুবিধাও রয়েছে এতে।
    > রয়েছে ওয়ারলেস চার্জিং -এর সুবিধা এবং ই সিম সাপোর্টের সুবিধা রয়েছে।
    > ফোনটির দাম সম্পর্কে এখনও পর্যন্ত কোনও তথ্য পাওয়া যায়নি।