ঝিকরগাছায় সাবেক এমপি আবুল ইসলামের স্মরণসভা ও দোয়া মাহফিল

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য, গণপরিষদ সদস্য, জাতীয় সংসদের প্রথম বারের সদস্য, সাবাস চেয়ারম্যান খ্যাত আবুল ইসলামের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে আবুল ইসলাম মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশন চত্ত্বরে স্মরণসভায় সভাপতিত্ব করেন মরহুমের পুত্র যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ ফিরোজ খান, খাইরুজ্জামান রয়েল, আবুল হোসেন খান, জামান চৌধুরী, আব্দুর রাজ্জাক ফুল, খুশি বেগম, মোয়াজেম হোসেন, মাহামুদ হোসেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান মিন্টু।
নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা কৃষকলীগের সভাপতি অ্যাড. শামসুর রহমান, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মনির হোসেন টগর, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, মোবাশ্বের হোসেন বাবু, আব্দুস সাত্তার, ডা. মোস্তাফিজুর রহমান মুছা, মাস্টার এনামুল কবীর, আকবর হোসেন জাপানী, সাংবাদিক আবুল কাশেমসহ অনেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আবুল ইসলাম ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত সৈনিক। বর্তমান সময়ের রাজনৈতিক নেতাদের তাঁর আদর্শ অনুকরণ করা উচিত। তিনি সারাজীবন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের স্বার্থে কাজ করে গেছেন।