ফুলতলায় প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ সমাপ্ত

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ খুলনার ফুলতলা উপজেলা রিসোর্স সেন্টার আয়োজিত প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা পর্যায়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের ৬ দিনব্যাপী বিষয়ভিত্তিক বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রথম ব্যাচের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার ইউআরসি ইন্সট্রাক্টর মো. রবিউল ইসলাম রনির সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা অফিসার চায়না রানী দত্ত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মো. মাসুদ রানা, মো. আসাদুজ্জামান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, বি এম রফিকুল ইসলাম, প্রশিক্ষক মোরাদুল ইসলাম, রুখসানা সুলতানা, শাম্মী সিকদার, শিহাব উদ্দিন ওমর, মুরাদুল ইসলাম প্রমুখ।