যশোরের খড়কিতে চাঁদাবাজি কুখ্যাত ভুট্টোসহ আটক ৪

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের খড়কি কবরস্থান এলাকায় বাড়ি নির্মাণে চাঁদা দাবি ও অর্ধলাখ টাকা আদায়ের ঘটনায় ডিবি পুলিশ গত বুধবার রাতে ক্ষমতাসীন দলের ক্যাডার মোকসেদুর রহমান ভুট্টোসহ ৪ জনকে আটক করেছে। ডিবি পুলিশ জানায়, সদর উপজেলার ফরিদপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল আব্দুর রহিমের জামাই শামছুজ্জামান সোহাগ খড়কি কবরস্থান এলাকার আব্বাসীয়া নুরানী মাদ্রাসার পাশে সাড়ে ৩ শতক জমি কিনেছেন। সেখানে তিনি ৫ তলার একটি বাড়ি নির্মাণ করছেন। এই বাড়ি নির্মাণ কাজ দেখভাল করছেন শ্বশুর আব্দুর রহিম। কিন্তু ওই জমি কেনার সময় খড়কির মৃত আমির আলী শেখের ছেলে কুখ্যাত সন্ত্রাসী ১ লাখ ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। ফলে সেই সময় ভয়ে তাকে ৫ হাজার টাকা চাঁদা দেন আব্দুর রহিম। কিন্তু বাড়ি নির্মাণ কাজ শুরু করলে ভুট্টো ও তার সহযোগীরা সেখানে কাজের জন্য বালি ফেলে এবার ৩৬ হাজার টাকা নেয়। এ ঘটনার পর আবারও চাঁদার দাবিতে রাজমিস্ত্রি হাসিবুর রহমানকে মারধর করে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের আরো ২ হাজার টাকা চাঁদা দিতে হয়। এরপর গত বুধবার সকালে ভুট্টো গং সেখানে গিয়ে আব্দুর রহিমের কাছে ফের চাঁদা দাবি করে। ফলে তিনি এ ঘটনায় কোতয়ালি থানায় ৬ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। ভুট্টো ছাড়াও এ মামলার অপর আসামিরা হচ্ছে, তার (ভুট্টোর) ভাই হেলাল শেখ, শ্যালক হাফেজ, খড়কি ধোপাপাড়ার নুর ইসলামের ছেলে শাহ আলম, হাবিবের ছেলে মিন্টু এবং নজুর ছেলে মোস্তাক। মামলা দায়েরের পর রাত সাড়ে ৮ টার দিকে ডিবি পুলিশের ওসি মারুফ আহম্মদ ও এসআই মফিজুল ইসলাম খড়কিতে অভিযান চালান। এ সময় সেখান থেকে সন্ত্রাসী ভুট্টো, হেলাল, শাহ আলম ও মিন্টুকে আটক করা হয়। বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।