মনিরামপুরে অবৈধ দখলদার সেই আ.লীগ নেতাকে উচ্ছেদের নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী

0

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ যশোরের মনিরামপুরে টেকা নদীর তীরে ছিন্নমূল পরিবারকে তাড়িয়ে দিয়ে বসতবাড়ি দখলকারী আওয়ামী লীগ নেতা প্রবিত্র বিশ্বাসকে ওই বাড়ি থেকে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। বৃহস্পতিবার বিকেলে ভবদহপাড়ের ছিন্নমূল ভুক্তভোগীসহ বিক্ষুব্ধ এলাকাবাসী বিষয়টির প্রতিকার চেয়ে প্রতিমন্ত্রীর স্মরণাপন্ন হলে তিনি এ নির্দেশ দেন। এছাড়া অবৈধ দখলকারীকে উচ্ছেদ করতে গিয়ে নিরীহ ব্যক্তিরা যাতে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সজাগ থাকতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার দুপুর থেকে ভবদহপাড়ের ভুক্তভোগী ছিন্নমূলসহ এলাকাবাসী বসতবাড়ি দখলের প্রতিবাদে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। বিকেল সাড়ে তিনটার দিকে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য্য সেখানে পৌঁছে বিক্ষুব্ধদের মধ্যে একটি প্রতিনিধি দলের সাথে একান্তে বৈঠকে বসেন। এক পর্যায়ে প্রতিমন্ত্রী তাদের দাবির সাথে একমত পোষণ করে ঐক্যবদ্ধভাবে দখলবাজ নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক পবিত্র বিশ্বাসকে ওই বাড়ি থেকে উচ্ছেদ করার নির্দেশনা দেন। এছাড়াও দখলকারীকে উচ্ছেদ করতে গিয়ে নিরীহ ব্যক্তিরা যাতে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সজাগ থাকতে থানা পুলিশের ওসি রফিকুল ইসলামকে টেলিফোনে তিনি নির্দেশ দেন। এ সময় প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে অংশ নেন নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, সহসভাপতি কালাম হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক ডা. বিকাশ মল্লিক, জেলা পরিষদ সদস্য ফারুক হোসেন এবং ভুক্তভোগী ছিন্নমূল পরিবারের সদস্য রমেশ মল্লিক ও উষা মল্লিক। নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন জানান, এ ব্যাপারে এলাকায় সভা করে ঐক্যবদ্ধভাবে প্রতিমন্ত্রীর আদেশ বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য, ভবদহের টেকা নদীর তীরে শ্মশানের খাস জমিতে দেশ স্বাধীনের আগে থেকে পাঁচাকড়ি গ্রামের রমেশ মল্লিক, সুফেন মল্লিক, উর্মিলা মল্লিক ও দিলু মল্লিকসহ ছিন্নমূল বেশ কয়েকটি পরিবার কাঁচা অর্ধকাঁচা ঘর তৈরি করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। গত ২ ফেব্রুয়ারি রাতে পাঁচাকড়ি গ্রামের হরেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে আওয়ামী লীগ নেতা পবিত্র বিশ্বাস তার দলবল নিয়ে সুফেন মল্লিক ও তার পরিবারবর্গকে মারধর করেন এবং সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে তাড়িয়ে দিয়ে ঘরবাড়ি দখল করেন। এ ঘটনার প্রতিবাদে ওই সময় থেকে ভবদহপাড়বাসী আন্দোলনের বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।