পাইকগাছায় জমাজমি নিয়ে সংঘর্ষে ৫ জন আহত, পুলিশ মোতায়েন

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় জমাজমি নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি এজাহার দাখিল করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগে জানা যায়, উপজেলার গোপালপুর গ্রামের রফি মোড়ল ও আব্দুল মজিদ মোড়লদের মধ্যে দীর্ঘদিন জায়গাজমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় আব্দুল মজিদ লাঠিয়াল বাহিনী নিয়ে রফি মোড়লের জমি দখল করতে যান। এ সময় রফি মোড়লরা বাধা দিলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আবুল কাশেমের মাথা ফেটে গুরুতর জখম হন। অন্যান্য আহতরা হলেন আব্দুল হালিম, আমিরুল, শরিফুল ও রবিউল ইসলাম। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেন। আহত আবুল কাশেমের অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে রফি মোড়ল ১৬ জনকে এবং প্রতিপক্ষ আব্দুল মজিদ বাদী হয়ে ১২ জনকে আসামি করে পাইকগাছা থানায় পৃথক এজাহার দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে ওসি এমদাদুল হক শেখ জানান, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।