অলরাউন্ডার মৃত্যুঞ্জয়কে কলারোয়ায় সংবর্ধনা

0

কাজীরহাট (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ আইসিসি-২০২০ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ^ চ্যাম্পিয়ন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুনকে সাতক্ষীরার কলারোয়ায় সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও কলারোয়া ক্রিকেট একাডেমি। উপজেলা নির্বাহী অফিসার আর.এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৃত্যুঞ্জয়ের বড় ভাই আইটি বিশেষজ্ঞ ইমরুল চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন ও থানা পুলিশের ওসি শেখ মুনীর-উল-গীয়াস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, কলারোয়া ক্রিকেট একাডেমির নাজমুল হাসনাইন প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় উদীয়মান ক্রিকেটারসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। পরে মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুনকে তার নিজ গ্রাম কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামে গণসংবর্ধনা দেয়া হয়।