যশোরে সোনা পাচার মামলায় ২ যুবকের কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে সোনা পাচার মামলায় জনি শেখ ও সুজন মিয়া নামে দুই যুবকের প্রত্যেককে ১৪ বছর করে সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন সিনিয়র দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক। দন্ডপ্রাপ্ত জনি শেখ শরিয়তপুরের জাজিরা উপজেলার চরধুপুরিয়া বালিয়াকান্দির দানেশ শেখের ছেলে এবং সুজন মিয়া একই উপজেলার বিকেননগর কিনাউল্লাহ মাদবরকান্দি গ্রামের আকবর শেখের ছেলে। পাবলিক প্রসিকিউটর (পিপি) ইদ্রিস আলী জানান, ২০১৭ সালের ৫ অক্টোবর সকালে জনি শেখ ও সুজন মিয়া বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় শুল্ক গোয়েন্দা গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে। পরে তাদের শরীরে তল্লাশি চালিয়ে সোনার ৮টি বার উদ্ধার করা হয়। এ ঘটনায় বেনাপোাল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. কবির হোসেন ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর ১(এ) ধারাসহ ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করেন। এ মামলায় জনি শেখ ও সুজন মিয়া দোষী সাব্যস্ত হওয়ায় বিচারক তাদের উল্লিখিত দ- প্রদান করেন।