চৌগাছায় হাতের লেখা ও রচনা প্রতিযোগিতা

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাতের লেখা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় লাইসিয়াম স্কুলে আয়োজন করা হয় প্রতিযোগিতার। প্লে থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত ক গ্রুপ এবং দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত খ গ্রুপে হাতের লেখা প্রতিযোগিতা, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক গ্রুপ এবং নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত খ গ্রুপের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।