ডুমুরিয়া কলেজের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার ডুমুরিয়া কলেজে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার প্রতিযোগিতার শেষ দিনে পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গনে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জিব দাস। প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর হাফিজুর রহমান, মাওলানা ভাষানী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম, কলেজের সাবেক অধ্যক্ষ হোসনেয়ারা খানম, কলেজ গভর্নিং বডির সদস্য খান নজরুল ইসলাম, জাপা নেতা গাজী গওহর, আ.লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন আকুঞ্জী ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়ল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রঞ্জন তরফদার, অধ্যাপক অপরাজিতা মল্লিক, খান নুরুল ইসলাম, হাফিজুর রহমান, খান মহিদুল ইসলাম, খান আনিচুজ্জামান, সাংবাদিক গাজী মাসুম, রোমেল হোসেন, আরিফুজ্জামান নয়ন প্রমুখ।