শার্শায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২০

0

শার্শা ও নাভারণ (যশোর)সংবাদদাতা॥ যশোরের শার্শায় নাভারন-সাতক্ষীরা সড়কে ঘন কুয়াশায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এসময় এক জন নিহত ও প্রায় ২০জন গুরুতর আহত হয়েছে। নিহত বাস যাত্রী জাহাঙ্গীর আলম (৬১) বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামে মৃত পাঞ্জাব আলীর ছেলে ও বেনাপোল পৌর নাগরিক কমিটির আহবায়ক আলহাজ্ব মাষ্টার মোঃ শহীদুল্লাহের জামাতা। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ৭টার সময় উলাশী হাড়িখালি নামক স্থানে।
সরজমিনে দেখা গেছে, বুধবার ঘন কুয়াশায় নাভারন থেকে যাত্রীবাহী বাস লাইট জ্বালিয়ে সাতক্ষীরা যাচ্ছিল। এ সময় সাতীরার কলারোয়া বুঝতলা বিবিআরএনএস মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা গ্রীন বাংলা পরিবহনের বাসে করে নাটোর রাজবাড়ী পিকনিকে যাচ্ছিলেন। পিকনিকের এ বাসের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতরা হলেন তৃপ্তি খাতুন (২৪), আখি (১৫), সহিদুল (৪৮),চালক নজির(২৯),আছিয়া (১৬), ফাতেমা (২৮),মেহের আলী(৩৭), জরিনা(৪৫), রেজিনা(২০), ছাব্দার আলী (৭০),গনি আমিন (৩৫)। বাবর আল(ি৬৫)। এদেরকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
নাভারণ হাইওয়ে পুলিশের ওসি জহির উদ্দিন বলেন, বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে নাভারণ-সাতীরা সড়কের শার্শার হাড়িখালি নামক স্থানে দুই বাসের সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসের একজন যাত্রীর মৃত্যু হয়। তিনি বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় যশোর জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। বাস দুটি আটক করা হয়েছে বলে জানান তিনি। বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ তৌহিদুর রহমান সুমন বলেন,স্থানীয়দের কাছ থেকে দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই বাসের সহকারীরা পালিয়ে যায় বলে জানান তিনি।