সড়ক দুর্ঘটনারোধে তালার শ্রীমন্তকাটি ছাত্র কল্যাণ পরিষদের স্মারকলিপি

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালা উপজেলার শ্রীমন্তকাটি ছাত্র কল্যাণ পরিষদ সড়ক দুর্ঘটনারোধে অননুমোদিত ইজিবাইক, নছিমন, করিমন, ট্রলি ও মোটরভ্যান নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়ন, প্রয়োজনীয় স্থানগুলোতে গতিরোধক বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে। এ দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের কাছে স্মারকলিপি প্রদান ও তালা ডাকবাংলোর সমানে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় শ্রীমন্তকাটি ছাত্র-কল্যাণ পরিষদের সভাপতি দেবাশীষ দাশ ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলামের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। পরে তালা ডাকবাংলোর সমানে পথসভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন। এ সময় শ্রীমন্তাটি ছাত্র কল্যাণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারক লিপিতে বলা হয়েছে,তালা উপজেলার শালিখা ডিগ্রী কলেজের সড়কটি উপজেলার ব্যস্ততম সড়ক। তিনটি ইউনিয়ন ও পাশ্ববর্তী পাইকগাছা উপজেলা ও আশাশুনি উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ প্রতিনয়িত রাস্তা দিয়ে চলাচলা করে। রাস্তার পাশে একটি কলেজ,তিনটি মাধ্যমিক বিদ্যালয়, ছয়টি প্রাথমিক বিদ্যালয় ও একটি কিন্ডার গার্ডেনে হাজার হাজার শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যাতায়াত করেন। উক্ত সড়কে প্রতিনিয়ত উদ্বেগ জনক হারে বেড়ে চলেছে অনাকাঙ্খিত সড়ক দূর্ঘটনা। ১৮ ফ্রেব্রুয়ারি ইজিবাইকের ধাক্কায় শ্রীমন্তকাটি সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী মোহনা পাল (৭) নির্মমভাবে নিহত হয়। ইতিপূর্বে এ সড়কে আরো অনেক দূর্ঘটনা ঘটেছে। ঐ সড়কের দু’পাশে বছর জুড়ে থাকে স’মিলের কাঠ ও বিক্রয়ের জন্য বিভিন্ন নির্মান সামগ্রী। স্মারক লিপিতে বলা হয়েছে গতিরোধের জন্য স্প্রীড বাধ,সড়কের পাশে স’মিলের কাঠ ও নির্মান সামগ্রী অপসারণ ফুটপথে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা অপসারণের জন্য দাবি জানানো হয়।