অভয়নগরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রিকশাচালক আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের অভয়নগরে ৭ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গত মঙ্গলবার রাতে আলআমিন সরদার (৪০) নামে একজন অটোরিকশাচালককে আটক করেছে পুলিশ। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়। এ সময় আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আটক আলআমিন সরদার সিংগাড়ী গ্রামের আহম্মদ সরদারের ছেলে।
পুলিশ জানায়, সিংগাড়ী গ্রামের ওই শিশু স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে লেখাপড়া করে। তার মা ফেরি করে শাড়ি কাপড় বিক্রি করে থাকেন। গত ১৫ ফেব্রুয়ারি শিশুটির মা কাপড় বিক্রির জন্য নড়াইলে যান। শিশুটি বাড়িতে ছিলো। বিকেলে বাড়ির সামনে খেলা করার সময় আলআমিন সরদার শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে একই গ্রামের জনৈক ওহাবের পানের বরজের পাশে নিয়ে যান। সেখানে আলআমিন তাকে ধর্ষণের চেষ্টা চালালে শিশুটি কান্নাকাটি এবং চিৎকার করে। এ সময় আলআমিন তাকে ফেলে পালিয়ে যান। দুদিন পর শিশুটির মা নড়াইল থেকে ফিরে এসে মেয়ের কাছ থেকে ঘটনাটি জানতে পারেন। ফলে এ ঘটনায় গত মঙ্গলবার রাতে তিনি অভয়নগর থানায় একটি মামলা করেন।
অভয়নগর পুলিশের এসআই ওয়াহিদুজ্জামান জানান, মামলা দায়ের পর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তারা অভিযুক্ত আলআমিন সরদারকে আটক করেছেন। বুধবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।