চৌগাছায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ ’মুজিববর্ষের অঙ্গীকার, শিক্ষা মোদের অধিকার’ স্লোগানে যশোরের চৌগাছায় ২০১৯ সালের শিক্ষা সমাপনীতে (পিএসসি) জিপিএ-৫ প্রাপ্ত ২০ জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট প্রদান করা হয়েছে। বেগম মনোয়ারা ওয়েলফেয়ার ট্রাস্টের সৌজন্যে শিক্ষার্থীদের মাঝে মুজিবীয় ক্রেস্ট প্রদান করা হয়। বুধবার সকাল ১০ টায় উপজেলার মাশিলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চৌগাছা রিপোর্টার্স কাবের পত্রিকা বিষয়ক সম্পাদক টিপু সুলতানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার ও বেগম মনোয়ারা ওয়েলফেয়ার ট্রাস্টের স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন, মাশিলা ম্যাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহাজ্জত হোসেন, ব্যবসায়ী আব্দুল মান্নান বিশ্বাস, মেম্বার হাফিজুর রহমান, সাংবাদিক শামীম রেজা। আলোচনা সভা শেষে ইউনিয়নে জিপিএ-৫ প্রাপ্ত ২০ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।