সরকারের রোষানলের শিকার হয়ে খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন: নার্গিস বেগম

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, সরকারের রোষানলের শিকার হয়ে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন হয়ে পড়েছে। সরকার তার চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করে রেখেছে। আওয়ামী লীগ ছাড়া সমগ্র জাতি এই সরকারের রোষানলের শিকার। গতকাল বুধবার জাতীয়তাবাদী তাঁতীদলের ৪০তম প্রতিষ্ঠাাবর্ষিকী উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব ভূখন্ড পেয়েছিলাম। সেটি আজ চরম হুমকির মুখে। আজ সরকারের দুঃশাসন অপশাসন আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের নাভিশ্বাস উঠেছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে- বিনামূল্যে শিক্ষা কার্যক্রমের কথা। কিন্তু বাস্তবে শিক্ষার ব্যয় এতোটাই বেড়েছে যে, সাধারণ মানুষের পক্ষে তা বহন করা সম্ভব হচ্ছে না। যেভাবে লুটপাট চলছে, তাতে অচিরেই দেশ দুর্ভিক্ষের মধ্যে পতিত হবে। অথচ, সরকারের পক্ষ থেকে ব্যাপক উন্নয়নের প্রচার চালানো হচ্ছে। বাস্তবে দেশের কোন উন্নয়ন হচ্ছে না। উন্নয়ন হচ্ছে লুটপাটকারীদের। তাঁতশিল্পের বিপ্লব ঘটানোর লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী তাঁতীদল গঠন করেন। কিন্তু এই সরকার ভারতের বাণিজ্য নীতিকে প্রাধান্য দিয়ে তাঁতশিল্পকে ধ্বংস করেছে। তিনি দলীয় প্রধানের মুক্তির আন্দোলনে যার যার অবস্থান থেকে সুসংগঠিত হওয়ার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম, সদর উপজেলা বিএনপির সভাপতি নূর-উন-নবী, সাধারণ সম্পাদক কাজী আজম, যুগ্ম সম্পাদক মীর নূর ইমাম, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী হাসিনা ইউসুফ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সদর উপজেলা যুবদল নেতা ইদ্রিস আলী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর রায়হান তুহিন, জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক আবির হাসান, রাশেদুজ্জামান, মশিয়ার রহমান, নুরুজ্জামান খোকন, সাইফুল ইসলাম শিপু প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা তাঁতীদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম এবং পরিচালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান। এর আগে সকাল ১১টায় নেতৃবৃন্দ কারবালা কবরস্থানে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন।