ডা. খোরশেদ আলম স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ডা. খোরশেদ আলমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল যশোর শহরের নাজির শংকরপুর তাহফিজুল কুরআন মাদ্রাসায় যশোর জেলা হোমিওপ্যাথিক চিকিৎসক ও পেশাজীবী সংগঠন (হোচিপেস) এই দোয়া মাহফিলের আয়োজন করে। এর আগে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়ারত করেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- মরহুমের বড় ছেলে জেলা হোমিওপ্যাথিক চিকিৎসক ও পেশাজীবী সংগঠনের সভাপতি ডা. এসএম আব্দুল্লাহ, হোমিওপ্যাথিক প্যারামেডিকেলের অধ্যক্ষ ডা. আব্দুল হামিদ, আব্দুল গফুর একাডেমির প্রধান শিক্ষক ডা. মো. রাসেল, ডা. আবিদ হোসেন প্রমুখ।