গরু কেনার টাকা নিয়ে অজ্ঞান পার্টি হাওয়া

0

স্টাফ রিপোর্টার ॥ গরু কিনতে যাওয়ার পথে বাসের ভেতর অজ্ঞান করে দুর্বৃত্তরা এক ব্যবসায়ীর কাছ থেকে লাখ টাকা ছিনতাই করে নিয়েছে। গুরুতর অবস্থায় শহিদুল ইসলাম (৪২) নামে ওই ব্যবসায়ীকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহিদুল ইসলামের বাড়ি যশোর সদর উপজেলার এড়ান্দা গ্রামে। তার ছেলে নাজমুল হক জানিয়েছেন, তাদের গরুর খামার আছে। মঙ্গলবার দুপুরে গরু ক্রয় করার জন্য বাসযোগে পিতা ও পুত্র মিলে শার্শার সাতমাইল বাজারে যাচ্ছিলেন। পথে বাসের ভেতর দুর্বৃত্তরা শহিদুল ইসলামকে অজ্ঞান করে ফেলে এবং তার প্যান্টের পকেটে থাকা এক লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
নাজমুল হক জানিয়েছেন, বাসে তার পিতার পাশের সিটে একজন বসেছিল। ওই লোকটি এ কাজ করেছে। তিনি পেছনের সিটি থাকায় বিষয়টি বুঝে উঠতে পারেননি। সাতমাইল বাজারে পৌঁছালে তাকে অজ্ঞান অবস্থায় দেখে বাস থেকে তিনি নামিয়ে নেন। তখন প্যান্টের পকেটে হাত দিয়ে দেখতে পান টাকা নেই। নাজমুল হক বলেন, পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। দু’দিন গত হলেও শহিদুল ইসলামের জ্ঞান ফিরে আসেনি।