অভয়নগরে মহিলা ভাইস চেয়ারম্যানের রোষানলে একটি পরিবার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের অভয়নগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীনের রোষানলের শিকার একই উপজেলার একটি পরিবার। স্কুলসংলগ্ন পৈত্রিক সূত্রে পাওয়া জমি স্কুলের জমি দাবি করে অপসারণের নোটিশ দিয়ে সন্ত্রাসীদের দিয়ে ভেঙে দিয়েছেন। বুধবার প্রেসকাব যশোরে এক সংবাদ সম্মেলনে চেঙ্গুটিয়া গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম এই অভিযোগ করেন। তিনি বলেন, ১৯৭২ সাল থেকে উপজেলার মহাকাল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজসংলগ্ন একটি জমি তারা ভোগ দখল করে আসছেন। ১২ ফেব্রুয়ারি কমিটি বিদ্যালয়ের জমি উল্লেখ করে সভাপতি ও অভিযুক্ত ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খান এ মজলিস স্বাক্ষরিত একটি নোটিশ দেন। নোটিশে বলা হয়, এক সপ্তাহের মধ্যে ওই জমির নির্মিত স্থাপনা সরিয়ে নিতে। নোটিশ হাতে পেয়ে মৌখিকভাবে মিনারা পারভীনের কাছে সময় চাওয়া হলে তিনি বলেন, কোন সময় দেয়া হবে না। এরপর সময়সীমা শেষ হওয়ার আগে তিনি ১৫ ফেব্রুয়ারি সন্ত্রাসী বাহিনী ও মাদকসেবী রাজু সরদার, মুজাহিদ হোসেন, ইকরাম হোসেনসহ অনেকের সাথে নিয়ে ওই স্থাপনা ভেঙে দেন। এ সময় তারা লেদ মেশিনসহ সরঞ্জামাদি ভাঙচুর করে। এরপর তিনি থেমে নেই। পরিবারের সদস্যদের খুন, জখমের হুমকি দিচ্ছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- তার ভাই রাসেল পারভেজ, ব্যবসায়ী ইদ্রিস আলী গাজী প্রমুখ।