সুন্দরী নারীর টোপে কাত কয়েকশ ইসরায়েলি সেনা

0

=লোকসমাজ ডেস্ক॥ সুন্দরী নারীর ছবি ব্যবহার করে ইসরায়েলি সেনাদের ফোন হ্যাক করেছে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাস। সুন্দরী নারীর ছবি টোপ হিসেবে ব্যবহার করে কয়েকশ ইসরায়েলি সেনার ফোন হ্যাক করা হয়েছে বলে ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। খবর মিডিলিস্ট মনিটরের
ইসরায়েল সেনাবাহিনীর একজন মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথান কনরিকাস বলেন, তরুণীদের ভুয়া প্রোফাইল ছবি সেনাদের কাছে পাঠিয়ে তাদের একটি অ্যাপ ডাউনলোডে প্রলুব্ধ করা হয়। এতে হ্যান্ডসেটের তথ্য বেহাত হতে পারে সেটি সেনাদের মাথায় আসেনি।
সেনাদের ফোন হ্যাক হলেও, আগেভাগেই এই স্ক্যাম ধরতে পারায় গুরুত্বপূর্ণ কোনো তথ্য বেহাত হয়নি বলে দাবি ইসরায়েলি সেনাবাহিনীর ওই মুখপাত্রের।
ইসরায়েলি সেনাদের ফোন হ্যাকিংয়ে হামাসের তৃতীয় প্রচেষ্টার ঘটনা এটি যেটি প্রকাশিত হয়েছে। এবারই নাকি সবচেয়ে জটিল আক্রমণ চালিয়েছে হামাস।
গাজাকে নিয়ন্ত্রণকারী হামাস ও ইসরায়েল একে অপরকে শত্রু হিসেবে দেখে। ইসরায়েল এবং হামাস তাদের চলমান শত্রুতার অংশ হিসেবে একে অপরের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহে যুক্ত রয়েছে।