পরিবর্তন আসছে গুগল সার্চে

    0

    গুগলে কোনো বিষয় সার্চ করলেই লেখা প্রাধান্য পায়। এমনটা আর রাখতে চাচ্ছে না ‍সার্চ ইঞ্জিনটি। নতুন ডিজাইনের ফলে ছবি বেশি থাকবে, কমবে লেখার সংখ্যা।
    সার্চ রেজাল্ট পেজের ডিজাইন পরিবর্তন শুধুই ডেক্সটপ সংস্করণের জন্য। মোবাইলে গুগল ব্যবহারকারীরা এ ইউজার ইন্টারফেস দেখতে পারবেন না।
    লোকসমাজ ডেস্ক॥ গুগলের পক্ষ থেকে বলা হয়, ডেস্কটপ সংস্করণে কোনো বিষয় খুঁজতে গেলে অনেক সময় লিঙ্ক ও বিজ্ঞাপনের পার্থক্য ধরা যায় না। নতুন এ ‍উদ্যোগের কারণে ব্যবহারকারীরা আর বিব্রত হবেন না। তবে ওয়েবসাইট সংক্রান্ত তথ্য কম থাকবে বলে কোন লিঙ্কে ক্লিক করলে সঠিক তথ্যটা পাওয়া যাবে তা আগে থেকে বুঝতে পারবেন না ব্যবহারকারীরা।
    এতদিন সমালোচকদের অভিযোগ ছিল, বিজ্ঞাপন থেকে বেশি আয় করতে গুগল এমন পদ্ধতিতে আশ্রয় নিয়েছে। এদিকে সার্চ রেজাল্টের ডিজাইন নিয়ে প্রায়ই পরীক্ষা-নিরীক্ষা চালায় গুগল। তাই সার্চ রেজাল্টে ছবির সংখ্যা কতটা বাড়বে তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।