বাগেরহাটে গণপিটুনিতে ডাকাত নিহত,হামলায় আহত তিন

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে গণপিটুনিতে অজ্ঞাত এক ডাকাত (৩৫) এক নিহত হয়েছে। এসময় হামলায় আহত হয়েছেন একই পরিবারের দুই সহোদরসহ তিনজন। গত সোমবার ভোররাতে বাগেরহাটের কচুয়া উপজেলার বারুইখালি গ্রামের সোমেদ হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।  ডাকাতদের হামলায় আহতরা হলেন-বারইখালি গ্রামের সোমেদ হাওলাদারের পুত্র মোহিত হাওলাদার (৩২) ও মহাসিন হাওলাদার (৩৬) এবং লিয়াকত আলী (৪৫)। এদের মধ্যে মোহিত ও মহাসিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিয়াকত স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র জানায়, ভোর চারটার দিকে সোমেদ হাওলাদারের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। তারা অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে। এরপর আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মামলামাল লুট করে নিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন চিৎকার করলে ডাকাতরা তাদের ওপর হামলা চালায়। এতে ওই তিনজন আহত হন। তবে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে এক ডাকাত। পরে গণপিটুনিতে তার মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ডাকাতের পরিচয় পাওয়া যায়নি।