রাজগঞ্জে জমাজমি নিয়ে বিরোধে সংবাদ সম্মেলন

0

রাজগঞ্জ (যশোর) সংবাদদাতা ॥ জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রাজগঞ্জ প্রেস কাবে সংবাদ সম্মেলন করেছেন আব্দুস সামাদ নামে এক যুবক। তিনি মনিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের কাঁঠালতলা গ্রামের মৃত নূরআলী দফাদারের পুত্র। গত সোমবার বিকেলে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, কাঁঠালতলা ১৮২ নম্বর মৌজায় ২৩৩ নম্বর খতিয়ানের ৯৪ নম্বর দাগে সামছুদ্দিন দফাদারের নামে ৫৪ শতক জমি রয়েছে। ওই জমির মধ্যে সামছুদ্দিনের কন্যা ফতেমার ৩.৮৩ শতক সামাদ আলী কিনে নেন। ওই জমি ভোগদখলে সামাদকে বাধা দিচ্ছেন সামছুদ্দিনের ছেলে আকরাম। তারা জোরপূর্বক জমিতে লাগানো গাছ কেটে প্রাচীর তৈরি করেছেন। জমির দখল নিতে গেলে তাকে মিথ্যা মামলাসহ হত্যার হুমকি দিচ্ছেন। এ ঘটনায় আব্দুস সামাদ মনিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এ ব্যাপারে প্রশাসনের হস্তপে কামনা করেছেন ভুক্তভোগী আব্দুস সামাদ।