যশোরে পতিতালয় এলাকায় র‌্যাবের অভিযানে মদসহ আটক দুই

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বাবু বাজারে পতিতালয় এলাকায় সোমবার দুপুরে অভিযান চালিয়ে ২৩৬ লিটার চোলাই মদ ও নগদ ৪ হাজার ৪শ’ টাকাসহ দুজনকে আটক করেছে র‌্যাব। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুর সোয়া ১২ টার দিকে র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি সোহেল পারভেজের নেতৃত্বে একটি টিম বাবু বাজারে অভিযান চালায়। এ সময় র‌্যাব সদস্যরা রশিদ ও রাসেলের দোকান থেকে ২৩৬ লিটার চোলাই মদ উদ্ধার করেন। এছাড়া মদ বিক্রির ৪ হাজার ৪শ’ টাকা উদ্ধার করা হয়। সূত্র জানায়, মদ বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়। এরা হচ্ছে-বেজপাড়া বিহারী কলোনির সেলিমের ছেলে মোনতাজ ও বেজপাড়া তালতলার আসাদুল ইসলাম বাবলুর ছেলে আব্দুল্লাহ আল মামুন।