কালীগঞ্জে ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জে ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। কালীগঞ্জ থানার ওসি মাহফুজার রহমান জানান, রবিবার সকালে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা পুলিশ মাদক উদ্ধারে অভিযান চালায়। এ সময় কালীগঞ্জ-চুয়াডাঙ্গা সড়কের ইশ্বরবা সাদিয়া ফিলিং স্টেশনের সামনে থেকে উপজেলার মুন্দিয়া গ্রামের হাকিম হোসেনের ছেলে কামাল হোসেন (৩৮) ও তার স্ত্রী ববিতা বেগম (৩২) কে ১২ বোতল ফেনসিডিল এবং ১৪০০ মিলিলিটার তরল ফেনসিডিলসহ আটক করা হয়। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।