দামোদর দক্ষিণপাড়া স্কুলের ক্রীড়া সম্পন্ন

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ খুলনার ফুলতলার দামোদর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. এনামুল কবির ফারাজি। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মৃনাল হাজরা। স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক মো. শামছুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মনিরুল ইসলাম মোড়ল, ইউপি সদস্য নজরুল ইসলাম, প্রদ্যুৎ বিশ্বাস, খুরশিদ আলম মোড়ল, আশরাফুল আলম আন্না, মো. জাহিদ ফারাজি, আনোয়ার হোসেন সরদার, মামুন বিশ্বাস, সুমী বেগম, শিক্ষক ফারহানা পারভীন, রুখসানা আফরোজ, টুম্পা বিশ্বাস, মান্নান বিশ্বাস, ফাল্গুনী রানী রায়, শফিকুল ইসলাম প্রমুখ।