কলারোয়ায় নিটল-টাটার বন্ধুত্ব সব সময়ের সভা অনুষ্ঠিত

0

কাজীরহাট (সাতীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরায় কলারোয়ায় নিটল-টাটার গ্রাহকদের আয় বৃদ্ধির লক্ষ্যে ‘বন্ধুত্ব’ সব সময়ের নামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে কলারোয়া পৌরসভার হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নিটল-টাটার খুলনা, বরিশাল বিভাগের ডিজিএম ও এরিয়া প্রেসিডেন্ট কাজী হেমায়েত উদ্দীন। সভায় প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া রিপোর্টার্স কাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, নিটল-টাটার সাতক্ষীরা ব্রাঞ্চ ম্যানেজার মামুনুল করিম ও নিটল-টাটার মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন খুলনা-সাতক্ষীরা জোনের এরিয়া ম্যানেজার রফিকুল ইসলাম রাফি।