যশোর ২৫০ শয্যা হাসপাতালে সাংবাদিকের ওপর দালালদের হামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা হাসপাতালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বেসরকারি হাসপতালের দালালদের হাতে হামলার শিকার হয়েছেন দৈনিক প্রতিদিনের কথার ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেন রিপন। এ সময় তার সহকর্মী রাজু আহম্মেদও লাঞ্ছনার শিকার হন। গতকাল সোমবার হাসপাতাল চত্বরে এই ঘটনা ঘটে। হামলার শিকার সাজ্জাদ হোসেন রিপন জানান, গতকাল সকালে তিনি হাসপাতালের বহিঃবিভাগের ১২ নাম্বার কক্ষের সামনে যান। এ সময় তিনি দেখতে পান বেসরকারি হাসপাতালের চিহ্নিত দালাল ‘মনির ও পলাশ রোগী ভাগিয়ে নিয়ে যাচ্ছে। ছবি তোলার সাথে সাথে তারা রিপনের জামার কলার ধরে টানা হিছড়া করেন। এ সময় হাসপাতাল চত্বরে উপস্থিত তার সহকর্মী স্টাফ রিপোর্টার রাজু আহম্মেদ এগিয়ে আসলে দালালরা তাকে লাঞ্ছিত করে।