যশোর শাহীন স্কুলের সাবেক শিক্ষক বিনোদ কুমার সড়ক দুর্ঘটনায় নিহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শাহীন স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক বিনোদ কুমার বর্মন (৬০) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় যশোর শহরতলী চাঁচড়া পাওয়ার হাউজের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের স্বজনরা জানান, বিনোদ কুমার বর্মন নিজ বাড়ি চাঁচড়া বর্মনপাড়া থেকে সন্ধ্যায় জরুরি প্রয়োজনে মোটরসাইকেলযোগে শহরে আসছিলেন। চাঁচড়া পাওয়ার হাউজের সামনে পৌঁছালে বেনাপোলগামী একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতাল থেকে বের হওয়ার পর পরেই তার মৃত্যু হয়।