যশোর জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত নেতৃবৃন্দ জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলিশ সুপার ও পৌর মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল রোববার জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইয়াকুব কবিরের নেতৃত্বে প্রথমে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ শফিউল আরিফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, পুলিশ সুপার মো. আশরাফ হোসেন ও পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সহ-সভাপতি অ্যাড. সফিউর রহমান মল্লিক, এজেডএম সালেক, মির্জা আখিরুজ্জামান সান্টু, অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান, শহীদ আহমেদ, কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো, নির্বাহী সদস্য খায়েরুজ্জামান বাবু, রায়হান সিদ্দিকী প্রবাল, সোহেল আলম-মামুন নিশাদ, শেখ শামস্-উল-বারী শিমুল, হিমাদ্রি সাহা মনি।