কেশবপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেশবপুর উপজেলা, পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ব্যানারে রবিবার বিকেলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ দৌলত বিশ্বাস চত্বরে সমাবেশ করে। সমাবেশ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা হুমায়ুন কবীর সুমন, যুবদলনেতা আব্দুল গফুর, ওলিয়ার রহমান, আলতাফ হোসেন, দবির উদ্দীন, যশোর জেলা ছাত্রদল নেতা ফারুক হোসেন খান, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মজনু হুসাইন, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার বাবলু, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরিদউদ্দিন প্রমুখ।