যশোরে নিউজ নেটওয়ার্কের কর্মশালা শেষ

0

স্টাফ রিপোর্টার ॥ নারী ও কন্যাশিশুর মানবাধিকার নিশ্চিত করতে যশোরে সাংবাদিক, মিডিয়া গেটকিপার্স, সিভিল সোসাইটির প্রতিনিধি ও ধর্মীয় নেতাদের অংশগ্রহণে ৪টি ব্যাচের ১২ দিনব্যাপী কর্মশালা রবিবার শেষ হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি এ কর্মশালা শুরু হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা নিউজ নেটওয়ার্ক এ কর্মশালার আয়োজন করে। রবিবার শেষ হওয়া কর্মশালায় বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশন ও এনজিওর ২৫ জন প্রতিনিধি অংশ নেন। শহরের অভিজাত হোটেল সিটি প্লাজায় তিনদিন ধরে তারা নারী ও কন্যাশিশুদের অধিকার বিষয়ে প্রশিক্ষণ নেন। এ সময় বাংলাদেশের সংবিধান, দেশে প্রচলিত বিভিন্ন আইন, আন্তর্জাতিক আইন, সিডওসহ মানবাধিকার সংক্রান্ত নানা দলিল ও আইন নিয়ে আলোচনা হয়। প্রশিক্ষক ছিলেন উন্নয়নকর্মী ড, হোসনে আরা খান এবং অ্যাড. তাহমিদ আকাশ। চতুর্থ ব্যাচের সমাপনী দিনে সংক্ষিপ্ত আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এর আগে তিনটি ব্যাচে আরো ৭৫ জন প্রশিক্ষণ গ্রহণ করেন। পুরো কর্মশালাটি সমন্বয় করেন নিউজ নেটওয়ার্কের স্থানীয় সমন্বয়ক ও দৈনিক প্রতিদিনের কথার ভারপ্রাপ্ত সম্পাদক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল।