খেলার খবর

0

আকবরসহ জিম্বাবুয়ের বিপে খেলবেন বিশ্বজয়ী ৬ জন
স্পোর্টস ডেস্ক॥ বিসিবি একাদশের বিপে মঙ্গলবার থেকে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী জিম্বাবুয়ে ক্রিকেট দল। এই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ৬ জন রয়েছেন ১৩ সদস্যের দলটিতে। বাংলাদেশের বিপে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে একদিন আগেই ঢাকায় এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ২২ ফেব্রুয়ারি টেস্ট শুরুর আগে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি বিকেএসপিতে বিসিবি একাদশের বিপে প্রস্তুতি ম্যাচটি খেলবে তারা।হশনিবারই জানা গিয়েছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ৬ সদস্যকে রাখা হচ্ছে বিসিবি একাদশের দলে। রবিবার তারই আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিসিবি। অধিনায়ক আকবর আলীর সঙ্গে রয়েছেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। এ ছাড়া- শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান ও শরিফুল হাসান ডাক পেয়েছেন। অনূর্ধ্ব-১৯ দলের বাইরে মোহাম্মদ নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব, রিশাদ আহমেদরা খেলবেন প্রস্তুতি ম্যাচটিতে। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ আল-আমিন (জুনিয়র), মুকিদুল ইসলাম অঙ্কন, সুমন খানও রয়েছেন এই দলে।
জিম্বাবুয়ের বিপে বিসিবি একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আকবর আলী, আল আমিন (জুনিয়র), ফারদিন অ্যানি, শরিফুল হাসান, সুমন খান, মুকিদুল ইসলাম অঙ্কন, আমিনুল ইসলাম বিপ্লব, রিশাদ আহমেদ, শাহাদাত হোসেন, তানজিদ হাসান তামিম।

গতির কারণে টেস্ট দলে তাসকিন
স্পোর্টস ডেস্ক॥ দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পেলেন তাসকিন আহমেদ। চোট কাটিয়ে তারকা এই পেসার ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছেন বেশ কিছু দিন হলো। কিন্তু তার ফিটনেস নিয়ে সন্তুষ্ট হতে পারছিলেন না নির্বাচকেরা। জিম্বাবুয়ের বিপে ঘরের মাঠে সিরিজের আগে অবশ্য তাসকিনের ফিটনেস সন্তুষ্ট করেছে নির্বাচকদের। জিম্বাবুয়ের বিপে একমাত্র টেস্টের দলে তাই এবার আর উপেতি নন ২৪ বছর বয়সী পেসার। এ ছাড়া তাসকিনের গতিও বড় ভূমিকা রেখেছে তাকে দলে রাখতে। গতকাল রবিবার জিম্বাবুয়ের বিপে একমাত্র টেস্টের দল ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদন নান্নু বললেন, ‘টেস্ট ক্রিকেটে ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে এখন আমরা চাচ্ছি যে যারা একটু জোরে বল করতে পারে, যাদের গতি ১৪০ এর কাছাকাছি…। সেই হিসেবে ওকে (তাসকিন) আনা হয়েছে।’ তাসকিনের ফিটনেসের অভাবের কথা আগে অনেকবারই সংবাদমাধ্যমে বলেছেন নান্নু। এবার অবশ্য তিনি তাসকিনের ফিটনেসের প্রশংসাই করলেন, ‘বিসিএলে গত দুটা ম্যাচে দেখেছি। ফিটনেসে যে সমস্যা ছিল ওটা যথেষ্ট রিকভারি করেছে। আমার বিশ্বাস অবশ্যই এই ম্যানেজমেন্টের অধীনে আরো উন্নতি করবে।’
তাসকিন সবশেষ টেস্ট খেলেছেন প্রায় আড়াই বছর আগে। ২০১৭ সালে দণি আফ্রিকা সফরে। সে বছরই শুরুর দিকে নিউজিল্যান্ড সফরে তার সাদা পোশাকে অভিষেক হয়। এখন পর্যন্ত ৫ টেস্টেই আটকে আছে তাসকিনের ক্যারিয়ার। ৩২টি ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি খেলা তাসকিন সবশেষ ওয়ানডেও খেলেন ২০১৭ সালে দণি আফ্রিকা সফরে। সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৮ সালের অক্টোবরে। জিম্বাবুয়ের বিপে টাইগারদের টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ২২ ফেব্রুয়ারি। এরপর তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।

শিরোপার আরও কাছে লিভারপুল
স্পোর্টস ডেস্ক॥ সাদিও মানের একমাত্র গোলে নরউইচ সিটিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও দৃঢ় করার পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের আরও কাছে চলে এসেছে লিভারপুল। প্রতিপরে মাঠে শনিবার রাতে ইংল্যান্ডের সর্বোচ্চ লিগের ম্যাচটিতে ১-০ গোলের জয় পায় লিভারপুল। দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন অতিথি দলের বদলি নামা খেলোয়াড় মানে। এই জয়ে তিন দশকের মধ্যে প্রথমবারের মতো ইংলিশ লিগের শিরোপা জয়ের সম্ভাবনা আরও জোরালো করেছে লিভারপুল। ইয়ুর্গেন কপের দল টেবিলের শীর্ষে অবস্থান করছে ২৫ পয়েন্টের ব্যবধান নিয়ে। আর পাঁচ ম্যাচ জিতলেই কোনো হিসেব ছাড়াই শিরোপা জিতবে গানাররা। প্রতিপরে মাঠে শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও গোলের দেখা পাচ্ছিল না লিভারপুল। গোলের উদ্দেশে বারবার শট নিয়েও সাফল্য পাচ্ছিল না তারা। মোহামেদ সালাহর দুটি প্রচেষ্টা অসাধারণ দতায় ঠেকিয়ে দেন নরিউইচের গোলরক কিম কার্ল। গোলশূন্যতায় শেষ প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে মানেকে মাঠে নামান লিভারপুল কোচ। চোট কাটিয়ে ফেরার ম্যাচেই গোলের দেখা পেলেন নাইজেরিয়ান এই ফরোয়ার্ড। ৭৮তম মিনিটে সতীর্থ জর্ডান হেন্ডারসনের পাস থেকে ডি-বক্সের মাঝামাঝি থেকে জালে বল জড়ান তিনি। ভিএআর দেখে গোলের বাঁশি বাজান রেফারি। মানের এই গোলই ম্যাচে পার্থক্য গড়ে দেয়। চলতি লিগে এখন পর্যন্ত অপরাজিত লিভারপুল। ২৬ ম্যাচ খেলে ২৫ জয় ও এক ড্রয়ে দলটির পয়েন্ট ৭৬। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৫১ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয়স্থানে।

বৃষ্টিতে ভেসে গেল নারী দলের প্রস্তুতি ম্যাচ
স্পোর্টস ডেস্ক॥ অস্ট্রেলিয়ায় নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরু হওয়ার আগে বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশ দলের প্রথম প্রস্তুতি ম্যাচ। ব্রিসবেনের অ্যালান বোর্ডান ফিল্ডে হওয়ার কথা ছিল বাংলাদেশ নারী দল ও থাইল্যান্ড নারী দলের মধ্যকার ম্যাচটি। কিন্তু বেরসিক বৃষ্টি টাইগ্রেসদের প্রস্তুতির সুযোগটা কেড়ে নিল। ম্যাচটির টস পর্যন্ত হয়নি। একই ভেন্যুতে সালমা খাতুনদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ২০ ফেব্র“য়ারি, প্রতিপ পাকিস্তান। টুর্নামেন্টের মূল পর্বে দুই গ্রুপে মোট ১০টি দল অংশগ্রহণ করছে। ‘এ’ গ্র“পে বাংলাদেশের প্রতিপ অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্র“প আছে ইংল্যান্ড, পাকিস্তান, দণি আফ্রিকা, থাইল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২৪ ফেব্র“য়ারি মূল পর্বের লড়াই শুরু হবে বাংলাদেশের মেয়েদের। নিজেদের প্রথম ম্যাচে পার্থে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে তারা। দ্বিতীয় ম্যাচে ২৬ ফেব্র“য়ারি স্বাগতিক অস্ট্রেলিয়ার ক্যানবেরায়। গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী দুইটি ম্যাচই হবে মেলবোর্নে, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপ।ে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী দল: সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ-অধিনায়ক), আয়েশা রহমান, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজাতুল কুবরা, শামীমা সুলতানা, মুরশিদা খাতুন হ্যাপি, পান্না ঘোষ,জাহানারা আলম, ফারজানা হক পিঙ্কি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি, শুভানা মোস্তারি।