বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তি একই সূত্রে গাঁথা : অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্রের মুক্তি একই সূত্রে গাঁথা। তাই দুর্বার গণঅভ্যুত্থানের মাধ্যমে তাকে মুক্ত করতে হবে।
গতকাল শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বেগম খালেদা জিয়ার অবস্থা এতটাই সংকটাপন্ন যে তিনি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন। তারপরও সরকার তাকে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করে রেখেছে। যে মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দি আছেন সেই মামলায় তিনি জামিন পাওয়ার যোগ্য। অথচ, জামিন পাচ্ছেন না। পাশাপাশি সরকার সমর্থক হওয়ায় জামিনে মুক্ত হয়ে অনেকে এমপি, মন্ত্রী হয়েছেন। এই হলো স্বাধীন দেশের বিচার ব্যবস্থা। তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধুমাত্র স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের স্ত্রী নন, তিনি তিনবারের সফল প্রধানমন্ত্রী। অন্যায়ের সাথে কোনদিনই আপোষ করেননি। আমরা শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে জনগণের জন্যে রাজনীতি করি। তাই জনগণকে সম্পৃক্ত করে একটি দুর্বার গণঅভ্যুত্থানের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো। বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তৃতায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেন, সমগ্র দেশ আজ নরকপুরে পরিণত হয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন। নামমাত্র উড়ছে একটি স্বাধীন দেশের পতাকা। জনগণের ভোট ডাকাতি করে বৈধভাবে ক্ষমতার মসনদ দখল করে রাখা সরকার বিদেশী প্রভুদের ইন্ধনে দেশ পরিচালনা করছে। এ জন্য সরকার দেশের প্রতিবাদী কন্ঠস্বর বেগম খালেদা জিয়াকে একটি সাজানো পাতানো মামলায় কারাবন্দী করে রেখেছে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য রফিকুর রহমান তোতন, আব্দুস সালাম আজাদ, সদর উপজেলা বিএনপির সভাপতি নূর-উন-নবী, নগর বিএনপির যুগ্ম সম্পাদক খায়রুল বাশার শহীন, জেলা তাঁতী দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জোস্না আলিম, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ। বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল।