গিলাতলায় ৩ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার গিলাতলা দক্ষিণপাড়াবাসীর উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল আজ বাদআছর থেকে স্থানীয় গফ্ফার ফুড লিমিটেডের উত্তর পাশে অনুষ্ঠিত হবে। প্রথম দিন কুরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে তাফসির পেশ করবেন মাও. আব্দুল কাইউম মিয়াজী, মাও. মুস্তাফিজুর রহমান। আগামীকাল দ্বিতীয় দিন তাফসির পেশ করবেন আলহাজ মাও. সাদিকুর রহমান আজহারী, হাফেজ মাও. মোস্তাক আহম্মেদ এবং হাফেজ মাও. আব্দুল হান্নান ওমর। মঙ্গলবার আখেরি মোনাজাত ও সমাপনী দিনে তাফসির পেশ করবেন ক্বারী আব্দুল্লাহ আল আমিন, মাও. সরফুল আমিন (বশিরহাট, ভারত), মাও. আব্দুস সামাদ আজাদ, মুফতি আবুল বাসার জিহাদী। মাহফিলে সভাপতিত্ব করবেন নওয়াপাড়ায় পীর আলহাজ খাজা রফিকুজ্জামান শাহ।