শিক্ষকের ঘুষিতে শিক্ষার্থী অসুস্থ

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাট সদরে শিক্ষকের ঘুষিতে মীম খাতুন (১০) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। গত পাঁচ দিনে দুই দফায় চিকিৎসা নিয়েও তার বমি বন্ধ হচ্ছে না। শনিবার (১৫ ফেব্র“য়ারি) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন মীমের বাবা শেখ ওলিয়ার রহমান। মীম বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। শেখ ওলিয়ার রহমান বলেন, ‘গত মঙ্গলবার (১১ ফেব্র“য়ারি) আমার মেয়ে স্কুলে গিয়ে পড়া না পারায় শিক্ষক সামছুল হাদি তার বুকে ঘুষি মারে। ওই দিন রাতে সে অসুস্থ হয়ে বমি করতে থাকে। মীম ঘুষি মারার বিষয়টি আমাদের জানালে তাকে বাগেরহাট শহরে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। শনিবার (১৫ ফেব্র“য়ারি) আবার অসুস্থ হয়ে বমি করতে থাকলে চিকিৎসকের কাছে নেওয়া হয়।’ ওই ছাত্রীর মা বলেন, ‘ওই শিক্ষক আংটি পরা হাতে মেয়েকে জোরে ঘুষি মারেন।’ অভিযুক্ত শিক্ষক সামছুল হাদি বলেন, ‘ওই ছাত্রীকে তিনি কিল মেরেছিলেন; যা অসতর্কতাবসত জোরে লেগেছে।’ এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পূরবী রানী দাস বলেন, ‘কোনও শিক্ষার্থীকে শারীরিক বা মানুষিক আঘাত প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে। এটা কোনও ক্রমেই কাম্য নয়। খোঁজ নিয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’