শালিসে উপস্থিত হওয়ায় ফটোসাংবাদিক রিপন হামলার শিকার

0

স্টাফ রিপোর্টার॥ শালিস বৈঠকে উপস্থিত হওয়ায় দৈনিক প্রতিদিনের কথার ফটোসাংবাদিক সাজ্জাদ হোসেন রিপন হামলার শিকার হয়েছেন। মনিরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী রিপনকে মারপিট করে ও তার ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। মনিরুল সদর উপজেলার শেখহাটি শেখপাড়ার জেহের মিস্ত্রির ছেলে। এঘটনায় কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগে রিপন জানান, ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় শেখহাটি হাইকোর্ট মোড়স্থ ইজিবাইকের অফিসে সুদ ও টাকা ছিনতাই সংক্রান্ত শালিস বৈঠকে তিনি উপস্থিত হন। মাদকবিক্রেতা মনিরুল চলে যেতে বলে রিপনকে । কিন্তু পেশাগত কারণে রিপন সেখান থেকে না যাওয়ায় মনিরুল অকথ্য ভাষায় রিপনকে গালিগালাজ করে। রিপন প্রতিবাদ করায় মাদকবিক্রেতা মনিরুল তাকে মারপিট করে এবং ২৫শ’ টাকা কেড়ে নেয় ও ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় ক্যামেরার ক্ষতি হয়। স্থানীয় লোকজন এগিয়ে গেলে মনিরুল খুনজখমের হুমকি ও মিথ্যা মামলাসহ বড় ধরনের ক্ষতি সাধনের হুমকি দিয়ে চলে যায়।