অভয়নগরে কিশোরী মিল শ্রমিকের রহস্যজনক আত্মহত্যা

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগরে গলায় ওড়না পেঁচিয়ে মীম (১৪) নামের এক কিশোরী মিল শ্রমিক আত্মহত্যা করেছে। শনিবার দুপুরে উপজেলার রাজঘাট মাইলপোস্ট এলাকায় নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। তবে মীমের আত্মহত্যা রহস্যজনক বলে দাবি করেছে এলাকাবাসী। নিহত মীম মাইলপোস্ট এলাকার মৃত মোসলেম শিকদারের মেয়ে। সে আকিজ জুট মিলে অস্থায়ী শ্রমিকের কাজ করতো। মিল শ্রমিক মীমের আত্মহত্যার বিষয়ে তার ভগ্নিপতি বাবলু খান বলেন, মীমের বাবা-মার মৃত্যুর পর থেকে সে তার কাছে থাকে। শনিবার সকাল সে ঘরে একাই ছিল। দুপুরে প্রতিবেশী এক বন্ধু ফোন করে জানায়, মীম গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। কি কারণে সে আত্মহত্যা করেছে তা তিনি বলতে পারেননি। মীমের বড়বোন বিলকিসও আত্মহত্যার বিষয়ে কিছুই জানাতে পারেননি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, টিনের চাল দেয়া কাঠের ঘরের মাঝখানে বাঁশের সাথে ফাঁস দেয়া ওড়না পেঁচানো রয়েছে। ঘরের মধ্যে চানাচুর ভাজা ও চাটনি অর্ধেক খাওয়া অবস্থায় পড়ে আছে, পাশে একটি মোবাইল ফোনে গান বাজছে। বিছানা এলোমেলো। ঘটনাস্থলে উপস্থিত অভয়নগর থানার এসআই আনিচুর রহমান জানান, আত্মহত্যা না হত্যা তা ময়নাতদন্তের পর বলা যাবে। তবে প্রাথমিক তদন্তে আত্মহত্যার ঘটনা বলে মনে করেন তিনি। অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, মীমের আত্মহত্যার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।