বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল আরেফিনের মৃত্যুতে নলতা হাসপাতাল কর্তৃপক্ষের শোক

0

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা হাসপাতাল অ্যান্ড কমিউনিটি হেলথ্ ফাউন্ডেশন এর প্রাক্তন প্রতিষ্ঠাকালীন প্রশাসক,বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল আরেফিন মিন্টু (৭৪) গত শুক্রবার ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে নলতা হাসপাতালের প্রধান পৃষ্ঠপোষক, সাবেক মন্ত্রী সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জিয়াউল হক সুমন, সুপারিনটেনডেন্ট ডা. আবুল ফজল মাহমুদ বাপীসহ সকল কর্মকর্তা-কর্মকর্তাগণ শোক প্রকাশ করেছেন।  অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপির ভগ্নিপতিনাজমুল আরেফিনের মৃত্যুতে নলতা শরীফ প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন), সাধারণ সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য কর্মকর্তা মরহুমের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি গভীর শোকজ্ঞাপন করেছেন।