আন্তর্জাতিক সংবাদ

0

হাইতির এতিমখানায় আগুন, ১৫ শিশুর মৃত্যু
লোকসমাজ ডেস্ক॥ হাইতির একটি এতিমখানায় আগুন লেগে ১৫ শিশুর নির্মম মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী পোর্ট-অঁ-প্রিন্সের দক্ষিণের ওই এতিমখানায় মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গির্জা এই এতিমখানাটি পরিচালনা করছিল। অগ্নিকাণ্ডের সময় পেনসিলভানিয়াভিত্তিক চার্চ অব বাইবেল আন্ডারস্ট্যান্ডিং পরিচালিত অনিবন্ধিত ওই এতিমখানায় ৬০টির মতো শিশু ছিল। আগুনে ঘটনাস্থলেই ২ শিশুর মৃত্যু হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। বাকিরা হাসপাতালে মারা যায়। কর্তৃপক্ষ এখন অগ্নিকাণ্ডের কবল থেকে বেঁচে যাওয়া এতিমখানাটির অন্যান্য শিশুদের সহযোগিতা ও পুনর্বাসনে কাজ করছে। দেশটির প্রেসিডেন্ট জোভানেল মিশে শোক প্রকাশ করে টুইট করেছেন। এই ঘটনা তাকে ‘গভীরভাবে নাড়িয়ে’ দিয়েছে বলে জানিয়েছেন।

নতুন করোনাভাইরাসে ইউরোপের প্রথম মৃত্যু ফ্রান্সে
লোকসমাজ ডেস্ক॥ নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফ্রান্সে এক চীনা পর্যটকের মৃত্যু হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার পরাশক্তি চীনের উহান রাজ্যে ছড়িয়ে পড়ার পর এশিয়ার বাইরে প্রাণঘাতী ভাইরাসটিতে প্রথমবারের মতো আক্রান্ত হয়ে কারো মৃত্যু হলো। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অ্যাগনেস বুজিন বলেন, চীনের হুবেই প্রদেশের বাসিন্দা ৮০ বছর বয়সী ওই ব্যক্তি ১৬ জানুয়ারি ফ্রান্সে আসেন। ২৫ জানুয়ারি তাকে প্যারিসের হাসপাতালে কোয়ারেন্টিন করে রাখা হয়। এর আগে চীনের মূল ভূখণ্ডের বাইরে কেবল তিনটি দেশে-হংকং, ফিলিপাইন ও জাপানে-নতুন করোনাভাইরাসে মৃত্যু হয়। তবে চীনের ভেতরে এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেড় সহস্রাধিক মানুষ মারা গেছে, যাদের বেশিরভাগই হুবেই প্রদেশের। নতুন করে আরও ২ হাজার ৬৪১ জন সংক্রমিত হয়েছে। এর ফলে চীনে ভাইরাসটিতে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৬৬ হাজার ৪৯২ জন হলো।

ইয়েমেনে ‘সৌদি জোটের হামলায় বেসামরিকসহ নিহত ৩০’
লোকসমাজ ডেস্ক॥ ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় বেসামরিকসহ ৩০ জন নিহত হয়েছে বলে অভিযোগ হুতি বিদ্রোহীদের। শনিবার আল জওফ প্রদেশে হামলাটি হয়েছে, হুতিরা এমনটি জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। আগের দিন শুক্রবার আল জওফে সৌদি জোটের একটি বিমান ভূপাতিত করার দাবি করেছিল হুতিরা। তারপরেই জোট বাহিনী প্রতিশোধমূলক হামলা চালায় বলে হুতিরা জানিয়েছে। হুতিদের নিয়ন্ত্রিত আল জওফ প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে হুতিদের পরিচালিত আল মাসিরাহ টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। উভয় ঘটনার দাবিই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে রয়টার্স জানিয়েছে। সৌদি জোটও নিশ্চিত করে কিছু জানায়নি।