হুতির মিসাইল হামলায় সৌদি যুদ্ধবিমান ভূপাতিত

0

লোকসমাজ ডেস্ক॥ সৌদি আরবের একটি আধুনিক যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরানপন্থী হুতি যোদ্ধারা। ইয়েমেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ আল-জফে শুক্রবার ওই বিমান ধ্বংসের ঘটনা ঘটে। টর্নেডো যুদ্ধবিমানটি সৌদি নেতৃত্বাধীন আরব জোটের হয়ে ইয়েমেনে হামলা চালাতে এসেছিলো বলে খবর প্রকাশ করেছে হুতি পরিচালিত আল-মাসিরাহ টিভি।
বিমানটি ভূপাতিত করতে ভূমি থেকে আকাশে হামলায় ব্যবহৃত একটি ইরানি ক্ষেপনাস্ত্র ব্যবহার করা হয়। টেলিভিশনে হুতির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া মিসাইলের ধরণ নিয়ে জানান। তবে তিনি হামলার পর বিমানটির পাইলটের কি হয়েছে সেটি জানাননি। এখন পর্যন্ত সৌদি আরব এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
২০১৫ সাল থেকে ইয়েমেনে যুদ্ধ করছে সৌদি আরব নেতৃত্বাধীন আরব জোট।
সেখানে তারা নিজেদের সমর্থিত সমর্থিত সরকারকে ক্ষমতায় বসানোর চেষ্টা করছে। ইয়েমেনের সৌদি স্বীকৃত সরকারের প্রেসিডেন্ট হচ্ছেন আব্দ-রাব্বু মন্সুর হাদি। তাকে ২০১৪ সালে ক্ষমতাচ্যুৎ করে ইরান সমর্থিত হুতিরা। এরপর হুতিদের বিরুদ্ধে দেশটিতে বড় ধরণের অভিযান পরিচালনা করে আসছে সৌদি জোট।