লোহাগড়ায় আ.লীগ নেতাকর্মী ও দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ দলীয় নেতাকর্মী ও দরিদ্র শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে। শুক্রবার বেলা ১১ টায় জয়পুরস্থ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়। দলীয় সূত্র জানায়, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত পাঁচ শতাধিক কম্বল শুক্রবার সকালে লোহাগড়ার ১২ টি ইউনিয়নসহ বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতাকর্মী ও দরিদ্র শীতার্তদের মধ্যে বিতরণ করা হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুন্সী আলাউদ্দিন। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক আলহাজ সৈয়দ মসিয়ূর রহমান। এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়জুল হক রোম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা সৈয়দ নুর আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মুন্সী জোসেফ হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা আওয়ামী লীগ শীতার্তদের মাঝে ৪ শ কম্বল বিতরণ করে। লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।