চৌগাছায় বিএনপি নেতা ইসরাইল হোসেনের ইন্তিকাল

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছা পৌর বিএনপির নেতা ইসরাইল হোসেন ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার দুপুরে নিজ বাড়িতে তিনি ইন্তিকাল করেন। বাদএশা তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর এলাকার হুদা চৌগাছা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। মৃত্যুকালে তার বয়স হযেছেল ৫৬ বছর। তিনি স্ত্রী, ৪ মেয়ে ও ১ ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে বিএনপি নেতা ইসরাইল হোসেনের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে আসেন যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুচ আলী দফাদার, সাবেক ইউপি চেয়ারম্যান এম এ ছালাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহম্মেদ, বিএনপি নেতা বি.এম আজিমুদ্দীন, নারায়ণপুর ইউনিয়ন বিএনপি নেতা তরিকুল ইসলাম ডবলু, চৌগাছা সদর ইউনিয়ন বিএনপি নেতা আলী কদর, পৌর কাউন্সিলর আনিচুর রহমান, ডা. জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান, সাইফুল ইসলাম রিংকু, অ্যাড আলী হোসেন, অ্যাড. সিরাজুল ইসলাম সাগর, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর প্রমুখ।